১ শমূয়েল 5:11 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী11 পরে তারা লোক পাঠিয়ে পলেষ্টীয়দের সব শাসনকর্ত্তাদের এক জায়গায় ডেকে এনে বলল, “ইস্রায়েলের ঈশ্বরের সিন্দুক পাঠিয়ে দিন, তা নিজের জায়গাতেই ফিরে যাক, আমাদের ও আমাদের লোকদের হত্যা না করুক।” কারণ মহামারীর ভয়ে শহরের সব জায়গায় ভয় উপস্থিত হয়েছিল; সেই জায়গায় ঈশ্বরের হাত খুবই ভারী হয়েছিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস11 পরে তারা লোক পাঠিয়ে ফিলিস্তিনীদের সমস্ত ভূপালকে একত্র করে বললো, ইসরাইলের আল্লাহ্র সিন্দুক পাঠিয়ে দিন, তা স্বস্থানে ফিরে যাক, আমাদের ও আমাদের লোকদের হত্যা না করুক। কারণ মহামারীর ভয়ে নগরের সর্বত্র ত্রাস হয়েছিল; সেই স্থানে আল্লাহ্র হাত অতিশয় ভারী হয়েছিল; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ11 অতএব তারা ফিলিস্তিনীদের সব শাসনকর্তাকে একত্রিত করে বলল, “ইস্রায়েলের ঈশ্বরের সিন্দুকটিকে এখান থেকে সরিয়ে নিয়ে যান; এটি স্বস্থানে ফিরে যাক, তা না হলে এটি আমাদের ও আমাদের লোকজনকে মেরে ফেলবে।” কারণ মৃত্যুর আতঙ্ক গোটা নগরে ছড়িয়ে পড়েছিল; ঈশ্বরের হাত নগরটির উপরে খুব ভারী হয়ে গেল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)11 তারা লোক পাঠিয়ে ফিলিস্তিনীদের সমস্ত ভূস্বামীকে একত্র করে বলল, ইসরায়েলের আরাধ্য ঈশ্বরের চুক্তিসিন্দুকটি পাঠিয়ে দিন, এটি স্বস্থানে ফিরে যাক, এটি যেন আর আমাদের ও আমাদের লোকজনদের বধ না করে। কারণ ঈশ্বর কঠোরহস্তে দণ্ড দেওয়ায় সেই নগরের সর্বত্র মহামৃত্যুভয় সঞ্চারিত হয়েছিল। যারা মৃত্যুমুখে পতিত হয়নি তারা বিষফোড়া দ্বারা আক্রান্ত হয়েছিল এবং তাদের আর্তনাদে নগরের আকাশ বাতাস পরিপূর্ণ হয়েছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)11 পরে তাহারা লোক পাঠাইয়া পলেষ্টীয়দের সমস্ত ভূপালকে একত্র করিয়া কহিল, ইস্রায়েলের ঈশ্বরের সিন্দুক পাঠাইয়া দিউন, তাহা স্বস্থানে ফিরিয়া যাউক, আমাদিগকে ও আমাদের লোকদিগকে বধ না করুক। কারণ মারীভয়ে নগরের সর্ব্বত্র ত্রাস হইয়াছিল; সেই স্থানে ঈশ্বরের হস্ত অতিশয় ভারী হইয়াছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল11 ইক্রোণের লোকরা পলেষ্টীয় শাসকদের ডেকে বলল, “ইস্রায়েলের ঈশ্বরের সিন্দুক যেখানে ছিল সেখানেই পাঠিয়ে দাও। এই সিন্দুক আমাদের এবং আমাদের লোকদের মেরে ফেলার আগেই কাজটা করে ফেল।” সারা শহরের যেখানেই ঈশ্বরের হাতের আঘাত পড়েছিল সেখানে ভয়ঙ্কর শাস্তি হয়েছিল। অধ্যায় দেখুন |