১ শমূয়েল 31:8 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী8 পরের দিন পলেষ্টীয়রা নিহত লোকদের পোশাক খুলে নিয়ে এসে গিলবোয় পর্বতে পড়ে থাকা শৌল ও তাঁর তিন ছেলেকে দেখতে পেল; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস8 পরের দিন ফিলিস্তিনীরা নিহত লোকদের পোশাকাদি খুলে নিতে এসে গিল্বোয় পর্বতে মরে পড়ে থাকা তালুত ও তাঁর তিন পুত্রের লাশ দেখতে পেল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ8 পরদিন ফিলিস্তিনীরা যখন মৃতদেহগুলি থেকে সাজসজ্জা খুলে নিতে এসেছিল, তারা শৌল ও তাঁর ছেলেদের গিলবোয় পর্বতে মরে পড়ে থাকতে দেখেছিল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)8 পরের দিন ফিলিস্তিনীরা নিহত লোকদের অস্ত্রশস্ত্র ও সাজসজ্জা খুলে নিতে এসে গিলবোয়া পাহাড়ে শৌল ও তাঁর তিন পুত্রের মৃতদেহ দেখতে পেল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)8 পরদিবসে পলেষ্টীয়েরা হত লোকদের সজ্জাদি খুলিয়া লইতে আসিয়া গিল্বোয় পর্ব্বতে পতিত শৌল ও তাঁহার তিন পুত্রকে দেখিতে পাইল; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল8 পরদিন পলেষ্টীয়রা মৃতদের দেহ থেকে জিনিস লুঠ করতে চলে গেল। গিল্বোয় পর্বত চূড়ায় এসে তারা শৌল আর তাঁর তিন পুত্রের মৃতদেহ দেখতে পেল। অধ্যায় দেখুন |