১ শমূয়েল 31:2 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী2 আর পলেষ্টীয়রা শৌলের ও তার ছেলেদের পিছনে পিছনে দৌড়াল এবং পলেষ্টীয়রা যোনাথন, অবীনাদব ও মলকি-শূয় শৌলের এই ছেলেদের হত্যা করল৷ অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস2 আর ফিলিস্তিনীরা তালুত ও তাঁর পুত্রদের পিছনে পিছনে তাড়া করলো এবং ফিলিস্তিনীরা যোনাথন, অবীনাদব ও মল্কীশূয়কে, তালুতের এই পুত্রদের হত্যা করলো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ2 ফিলিস্তিনীরা বীর-বিক্রমে শৌল ও তাঁর ছেলেদের পিছু ধাওয়া করল, এবং তারা তাঁর ছেলে যোনাথন, অবীনাদব ও মল্কীশূয়কে হত্যা করল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)2 ফিলিস্তিনীরা শৌল ও তাঁর পুত্রদের তাড়া করে ধরে ফেলল এবং শৌলের তিন পুত্র যোনাথন, অবিনাদব এবং মল্কিশুয়াকে হ্যতা করল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)2 আর পলেষ্টীয়েরা শৌলের ও তাঁহার পুত্রগণের পশ্চাতে পশ্চাতে দৌড়িল, এবং পলেষ্টীয়েরা যোনাথন, অবীনাদব ও মল্কী-শূয়, শৌলের এই পুত্রদিগকে বধ করিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল2 শৌল আর তাঁর পুত্রদের বিরুদ্ধে পলেষ্টীয়রা একটা দুর্দান্ত যুদ্ধ চালিয়েছিল। শৌলের তিন পুত্র যোনাথন, অবীনাদব আর মল্কী-শূয়কে পলেষ্টীয়রা হত্যা করল। অধ্যায় দেখুন |