১ শমূয়েল 3:15 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী15 শমূয়েল সকাল পর্যন্ত শুয়ে থাকলেন, পরে সদাপ্রভুর ঘরের দরজা খুললেন, কিন্তু শমূয়েল এলিকে ঐ দর্শনের বিষয়ে বলতে ভয় পেলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস15 শামুয়েল প্রভাত পর্যন্ত শুয়ে রইলেন, পরে মাবুদের গৃহের দ্বার মুক্ত করলেন, কিন্তু শামুয়েল আলীকে ঐ দর্শনের বিষয় জানাতে তাঁর সাহস হল না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ15 শমূয়েল সকাল পর্যন্ত শুয়ে থাকল ও পরে সদাপ্রভুর গৃহের দরজাগুলি খুলে দিল। এলিকে দর্শনটির কথা বলতে তার ভয় হচ্ছিল, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)15 শমুয়েল সকাল পর্যন্ত শুয়ে থাকলেন তারপর উঠে প্রভু পরমেশ্বরের মন্দিরের দ্বার খুললেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)15 শমূয়েল প্রভাত পর্য্যন্ত শুইয়া রহিলেন, পরে সদাপ্রভুর গৃহের কবাট মুক্ত করিলেন, কিন্তু শমূয়েল এলিকে ঐ দর্শনের বিষয় জানাইতে ভীত হইলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল15 ভোর পর্যন্ত শমূয়েল বিছানায় শুয়ে রইল। ভোর হলে সে প্রভুর মন্দিরের দরজা খুলল। দর্শনে কি দেখেছে এবং কি শুনেছে তা এলিকে জানাতে শমূয়েল সাহস করল না। অধ্যায় দেখুন |