১ শমূয়েল 25:44 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী44 কিন্তু শৌল মীখল নামে নিজের মেয়ে, দায়ূদের স্ত্রীকে নিয়ে গল্লীমলের লয়িশের ছেলে পলটিকে দিয়েছিলেন৷ অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস44 কিন্তু তালুত মীখল নামে তাঁর কন্যা দাউদের স্ত্রীকে নিয়ে গল্লীম-নিবাসী লয়িশের পুত্র পল্টিকে দিয়েছিলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ44 কিন্তু শৌল তাঁর মেয়ে, দাউদের স্ত্রী মীখলকে গল্লীম নিবাসী লয়িশের ছেলে পল্টিয়েলের হাতে তুলে দিলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)44 এদিকে শৌল তাঁর কন্যা দাউদের স্ত্রী মিখলকে পল্টির সঙ্গে বিবাহ দিলেন। সে ছিল গল্লিম নিবাসী লায়িশের পুত্র। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)44 কিন্তু শৌল মীখল নামে আপন কন্যা দায়ূদের স্ত্রীকে লইয়া গল্লীম-নিবাসী লয়িশের পুত্র পল্টিকে দিয়াছিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল44 দায়ূদ শৌলের কন্যা মীখলকেও বিবাহ করেছিলেন। কিন্তু শৌল দায়ূদের কাছে থেকে তার কন্যাকে সরিয়ে এনে তার সঙ্গে পল্টির বিয়ে দিলেন। পল্টির পিতার নাম লায়িশ। পল্টির বাড়ি ছিল গল্লীম শহরে। অধ্যায় দেখুন |