১ শমূয়েল 25:34 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী34 কারণ তোমার হিংসা করতে যিনি আমাকে বারণ করেছেন, ইস্রায়েলের ঈশ্বর সেই জীবন্ত সদাপ্রভুর দিব্যি, আমার সঙ্গে দেখা করতে যদি তুমি তাড়াতাড়ি না আসতে, তবে নাবলের সম্পর্কীয় পুরুষদের মধ্যে একজনও অবশিষ্ট থাকত না৷” অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস34 কারণ তোমার ক্ষতি করতে যিনি আমাকে বারণ করেছেন, ইসরাইলের আল্লাহ্ সেই জীবন্ত মাবুদের কসম, আমার সঙ্গে সাক্ষাৎ করতে যদি তুমি শীঘ্র না আসতে, তবে নাবলের সম্পর্কীয় পুরুষদের মধ্যে এক জনও প্রভাত পর্যন্ত জীবিত থাকতো না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ34 তা না হলে, যিনি আমাকে আজ তোমার ক্ষতি করা থেকে বিরত রেখেছেন সেই জীবন্ত সদাপ্রভুর দিব্যি, তুমি যদি তাড়াতাড়ি আমার সঙ্গে দেখা করতে না আসতে, তবে নাবলের পরিবারের একজন পুরুষ সদস্যও সকাল পর্যন্ত বেঁচে থাকত না।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)34 তোমার অনিষ্ট করা থেকে যিনি আমাকে বিরত করেছেন, সেই জাগ্রত প্রভু পরমেশ্বরের দিব্য, তুমি যদি আজ অবিলম্বে এসে আমার সঙ্গে সাক্ষাৎ না করতে, তাহলে নাবলের পরিবারের একটি পুরুষও সকাল পর্যন্ত জীবিত থাকত না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)34 কারণ তোমার হিংসা করিতে যিনি আমাকে বারণ করিয়াছেন, ইস্রায়েলের ঈশ্বর সেই জীবন্ত সদাপ্রভুর দিব্য, আমার সঙ্গে সাক্ষাৎ করিতে যদি তুমি শীঘ্র না আসিতে, তবে নাবলের সম্পর্কীয় পুরুষদের মধ্যে এক জনও প্রভাত পর্য্যন্ত অবশিষ্ট থাকিত না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল34 প্রভু, ইস্রায়েলের ঈশ্বরের নামে আমি শপথ করছি, তুমি যদি আমার সঙ্গে তাড়াতাড়ি দেখা করতে না আসতে তাহলে নাবলের বাড়ির লোকরা কেউ কাল সকাল পর্যন্ত বেঁচে থাকত না।” অধ্যায় দেখুন |