১ শমূয়েল 23:19 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী19 পরে সীফীয়েরা গিবিয়াতে শৌলের কাছে গিয়ে বলল, “দায়ূদ কি আমাদের কাছের মরুপ্রান্তের দক্ষিণে দিকে হখীলা পাহাড়ের বনে কোন সুরক্ষিত জায়গায় লুকিয়ে নেই? অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস19 পরে সীফীয়েরা গিবিয়াতে তালুতের কাছে গিয়ে বললো, দাউদ কি আমাদের কাছে যিশীমোনের দক্ষিণে হখীলা পাহাড়ের হরেশের কোন সুরক্ষিত স্থানে লুকিয়ে নেই? অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ19 সীফীয়রা গিবিয়াতে শৌলের কাছে গিয়ে বলল, “দাউদ কি হোরেশের ঘাঁটিতে, যিশীমনের দক্ষিণ দিকে, হখীলা পাহাড়ে, আমাদের মাঝেই লুকিয়ে নেই? অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)19 সীফের অধিবাসীরা গিবিয়ায় শৌলের কাছে গিয়ে জানাল, দাউদ আমাদের কাছাকাছি জঙ্গলে দুর্গম স্থানে লুকিয়ে আছে। এ জায়গাটি যিহুদীয়ার প্রান্তরের দক্ষিণ হাখিলা পাহাড়ে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)19 পরে সীফীয়েরা গিবিয়াতে শৌলের নিকটে গিয়া কহিল, দায়ূদ কি আমাদের নিকটে মরুভূমির দক্ষিণে হখীলা পাহাড়ের বনে কোন দুরাক্রম স্থানে লুকাইয়া নাই? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল19 সীফের বাসিন্দারা শৌলের সঙ্গে দেখা করতে গিবায়ায় এল। তারা শৌলকে বলল, “দায়ূদ আমাদের দেশেই লুকিয়ে আছে। দায়ূদ যেশিমোনের দক্ষিণে হখীলা পাহাড়ের ওপর হোরেশের দুর্গে রয়েছেন। অধ্যায় দেখুন |