১ শমূয়েল 21:14 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী14 তখন আখীশ নিজের দাসদেরকে বললেন, “দেখ, তোমরা দেখতে পাচ্ছ, এ পাগল; তবে একে আমার কাছে আনলে কেন? অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস14 তখন আখীশ তাঁর গোলামদের বললেন, দেখ, তোমরা দেখতে পাচ্ছ, এই লোকটা পাগল; তবে একে আমার কাছে কেন আনলে? অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ14 আখীশ তাঁর দাসদের বললেন, “লোকটির দিকে তাকাও দেখি! এ তো পাগল! একে আমার কাছে এনেছ কেন? অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)14 আখীশ তাঁর পারিষদদের বললেন, তোমরা দেখছ এ লোকটা পাগল, তবু কেন একে আমার কাছে নিয়ে এলে? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)14 তখন আখীশ আপন দাসগণকে কহিলেন, দেখ, তোমরা দেখিতে পাইতেছ, এ ক্ষিপ্ত; তবে ইহাকে আমার নিকটে কেন আনিলে? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল14 আখীশ তার অনুচরদের বলল, “আরে লোকটাকে দেখো, সত্যি মাথা খারাপ। একে আমার কাছে এনেছ কেন? অধ্যায় দেখুন |