১ শমূয়েল 20:20 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী20 আমি যেন কোন কিছু লক্ষ্য করে তীর ছুঁড়ছি এই ভাবে সেই পাথরের পাশে তিনটে তীর ছুঁড়ব। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস20 আমি লক্ষ্য বিদ্ধ করার ছলে তিনটি তীর তার পাশে নিক্ষেপ করবো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ20 আমি এমনভাবে সেটির পাশে তিনটি তির ছুঁড়ব, যেন মনে হয় আমি বুঝি নিশানা তাক করে তির ছুঁড়ছি। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)20 আমি তার পাশে লক্ষ্যভেদ করার ছলে তিনটি তীর ছুঁড়ব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)20 আমি লক্ষ্য বিদ্ধ করিবার ছলে তিনটী তীর তাহার পার্শ্বে ক্ষেপণ করিব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল20 ঐ দিন আমি পাহাড়ে উঠবো। দেখাব যে আমি তীর ছুঁড়ে লক্ষ্যভেদ করছি। আমি কয়েকটি তীর ছুঁড়বো। অধ্যায় দেখুন |