১ শমূয়েল 14:50 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী50 আর শৌলের স্ত্রীর নাম ছিল অহীনোয়ম, তিনি অহীমাসের মেয়ে; এবং তাঁর সেনাপতির নাম অব্নের; তিনি শৌলের কাকা নেরের ছেলে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস50 আর তালুতের স্ত্রীর নাম অহীনোয়ম, তিনি অহীমাসের কন্যা; এবং তাঁর সেনাপতির নাম অব্নের; ইনি তালুতের চাচা নেরের পুত্র। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ50 তাঁর স্ত্রীর নাম অহীনোয়ম, যিনি অহীমাসের মেয়ে। শৌলের সৈন্যদলের সেনাপতির নাম অবনের, তিনি নেরের ছেলে, এবং নের ছিলেন শৌলের কাকা। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)50 শৌলের স্ত্রীর নাম অহিনোয়ম, তিনি ছিলেন অহিমাসের কন্যা। তাঁর সেনাপতির নাম অবনের তিনি শৌলের পিতৃব্য নেরের পুত্র। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)50 আর শৌলের স্ত্রীর নাম অহীনোয়ম, তিনি অহীমাসের কন্যা; এবং তাঁহার সেনাপতির নাম অব্নের; ইনি শৌলের পিতৃব্য নেরের পুত্র। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল50 শৌলের স্ত্রীর নাম অহীনোয়ম। অহীনোয়মের পিতা হচ্ছে অহীমাস। শৌলের সেনাপতি অবনের, সে ছিল নেরের পুত্র। নের শৌলের কাকা। অধ্যায় দেখুন |