১ শমূয়েল 14:46 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী46 পরে শৌল পলেষ্টীয়দের তাড়া করলেন না, আর পলেষ্টীয়েরাও নিজেদের দেশে চলে গেল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস46 পরে তালুত ফিলিস্তিনীদের তাড়া করা বন্ধ করে ফিরে আসলেন, আর ফিলিস্তিনীরা স্বস্থানে গমন করলো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ46 পরে শৌল আর ফিলিস্তিনীদের পশ্চাদ্ধাবন করেননি, এবং তারাও তাদের দেশে ফিরে গেল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)46 শৌল ফিলিস্তিনীদের পিছনে তাড়া না করে ফিরে গেলেন। ফিলিস্তিনীরাও নিজেদের দেশে চলে গেল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)46 পরে শৌল পলেষ্টীয়দের পশ্চাদগমন হইতে ফিরিয়া আসিলেন, আর পলেষ্টীয়েরা স্বস্থানে গমন করিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল46 শৌল পলেষ্টীয়দের পিছু নিলেন না। পলেষ্টীয়রা নিজেদের জায়গায় ফিরে এলো। অধ্যায় দেখুন |