১ শমূয়েল 12:17 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী17 আজ কি গম কাটার দিন নয়? আমি সদাপ্রভুকে ডাকব, যেন তিনি মেঘ গর্জন ও বৃষ্টি দেন; তাতে তোমরা জানবে ও বুঝবে যে, তোমরা নিজেদের জন্য রাজা চেয়ে সদাপ্রভুর সামনে খুব খারাপ করেছ৷” অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস17 আজ কি গম কাটার সময় নয়? আমি মাবুদকে ডাকব, যেন তিনি মেঘ-গর্জন ও বৃষ্টি দেন; তাতে তোমরা জানবে ও বুঝবে যে, তোমরা নিজেদের জন্য বাদশাহ্ চেয়ে মাবুদের সাক্ষাতে খুব অন্যায় করেছ। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ17 এখনই কি গম কাটার সময় নয়? আমি সদাপ্রভুকে ডেকে বজ্রবিদ্যুৎ ও বৃষ্টি পাঠাতে বলব। তখনই তোমরা বুঝতে পারবে যে রাজা দাবি করে সদাপ্রভুর দৃষ্টিতে তোমরা কতই না অন্যায় করেছ।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)17 এখন কি গম কাটার মরশুম নয়? কিন্তু আমি আজ প্রভুর কাছে বজ্র ও বৃষ্টির জন্য অনুরোধ করব। তাহলে তোমরা বুঝতে পারবে যে নিজেদের জন্য একজন রাজা দাবী করে তোমরা প্রভু পরমেশ্বরের দৃষ্টিতে কি গুরুতর অন্যায় করেছ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)17 অদ্য কি গোম কাটার সময় নয়? আমি সদাপ্রভুকে ডাকিব, যেন তিনি মেঘগর্জ্জন ও বৃষ্টি দেন; তাহাতে তোমরা জানিবে ও বুঝিবে যে, তোমরা আপনাদের জন্য রাজা যাচ্ঞা করিয়া সদাপ্রভুর সাক্ষাতে ভারী দুষ্কার্য্য করিয়াছ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল17 এখন গম তোলবার সময়। প্রভুর কাছে আমি প্রার্থনা করব বজ্র আর বৃষ্টির জন্য। তখনই বুঝতে পারবে রাজা চাইতে গিয়ে প্রভুর বিরুদ্ধে তোমরা কি অন্যায় করেছ।” অধ্যায় দেখুন |