১ শমূয়েল 12:13 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী13 অতএব এই দেখ, সেই রাজা, যাঁকে তোমরা মনোনীত করেছ ও চেয়েছ; দেখ, সদাপ্রভু তোমাদের উপরে একজন রাজা নিযুক্ত করেছেন৷ অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস13 অতএব এই দেখ, সেই বাদশাহ্, যাঁকে তোমরা মনোনীত করেছ ও বেছে নিয়েছ; দেখ, মাবুদ তোমাদের উপরে এক জন বাদশাহ্ নিযুক্ত করেছেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ13 এখন এই তোমাদের সেই রাজা, যাঁকে তোমরা মনোনীত করেছ, যাঁকে তোমরা চেয়েছিলে; দেখো, সদাপ্রভু তোমাদের উপর একজন রাজা নিযুক্ত করেছেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)13 দেখ, এই তোমাদের রাজা যাকে তোমরা চেয়েছ ও মনোনীত করেছ। প্রভু পরমেশ্বর একেই তোমাদের উপর রাজত্ব করার জন্য নিযুক্ত করেছেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 অতএব এই দেখ, সেই রাজা, যাঁহাকে তোমরা মনোনীত করিয়াছ ও যাচ্ঞা করিয়াছ; দেখ, সদাপ্রভু তোমাদের উপরে এক জন রাজা নিযুক্ত করিয়াছেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল13 এখন তোমরা তোমাদের ইচ্ছে ও পছন্দ অনুযায়ী একজন রাজা পেয়েছ। প্রভু তাকেই তোমাদের শাসন করার ভার দিয়েছেন। অধ্যায় দেখুন |