১ রাজাবলি 9:28 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী28 তারা ওফীরে গিয়ে প্রায় সাড়ে ষোল টন সোনা নিয়ে এসে রাজা শলোমনকে দিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস28 তারা ওফীরে গিয়ে সেই স্থান থেকে চার শত বিশ তালন্ত সোনা নিয়ে বাদশাহ্ সোলায়মানের কাছে আনলো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ28 তারা জাহাজে চড়ে ওফীরে গেল ও সেখান থেকে 420 তালন্ত সোনা এনে রাজা শলোমনের কাছে পৌঁছে দিয়েছিল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)28 তারা ওফির দেশে গিয়ে সেখান থেকে চারশো কুড়ি তালন্ত সোনা রাজা শলোমনের জন্য এনেছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)28 তাহারা ওফীরে গিয়া তথা হইতে চারি শত বিশ তালন্ত স্বর্ণ লইয়া শলোমন রাজার নিকটে আনিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল28 শলোমন তাঁর জাহাজ ওফীরে পাঠানোর পর তারা সেখান থেকে শলোমনের জন্য 31,500 পাউণ্ড সোনা এনেছিল। অধ্যায় দেখুন |