১ রাজাবলি 8:59 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী59 আমি যে সব কথা বলে সদাপ্রভুর কাছে প্রার্থনা করেছি তা দিন রাত আমাদের ঈশ্বর সদাপ্রভুর সামনে থাকুক যাতে তিনি তাঁর নিজের দাসের ও তাঁর লোক ইস্রায়েলীয়দের প্রতিদিনের র প্রয়োজন অনুসারে ব্যবস্থা করেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস59 আর এই যেসব কথার দ্বারা আমি মাবুদের কাছে অনুরোধ করলাম; আমার এসব কথা দিনরাত আমাদের আল্লাহ্ মাবুদের সম্মুখে থাকুক; এবং দিন দিন যেমন প্রয়োজন তেমনি তিনি তাঁর গোলাম ও তাঁর লোক ইসরাইলের বিচার সিদ্ধ করুন; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ59 আর আমি সদাপ্রভুর সামনে যে প্রার্থনাটি করেছি তার এক-একটি কথা যেন দিনরাত আমার ঈশ্বর সদাপ্রভুর কাছাকাছি থাকে, যেন তিনি প্রতিদিনের চাহিদা অনুসারে তাঁর দাসের ও তাঁর প্রজা ইস্রায়েলের প্রতি সুবিচার করলেন, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)59 আমাদের প্রভু পরমেশ্বর যেন আমার এই মিনতি সর্বদা স্মরণে রাখেন। তিনি যেন তাঁর এই দাস ও তাঁর প্রজা ইসরায়েলীদের দৈনন্দিন প্রয়োজন অনুযায়ী দয়া করেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)59 আর এই যে সকল কথার দ্বারা আমি সদাপ্রভুর কাছে অনুরোধ করিলাম, আমার এই সকল কথা দিবারাত্র আমাদের ঈশ্বর সদাপ্রভুর সম্মুখে থাকুক; এবং দিন দিন যেমন প্রয়োজন, তেমনি তিনি আপন দাসের ও আপন প্রজা ইস্রায়েলের বিচার সিদ্ধ করুন; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল59 আমি আশা করছি আমাদের প্রভু ঈশ্বর সর্বদা এই প্রার্থনার কথা এবং আমার অনুরোধ মনে রাখবেন। আমি প্রার্থনা করছি, প্রভু যেন প্রতিদিন রাজা, তাঁর ভৃত্য ও তাঁর সমস্ত ইস্রায়েলবাসীদের জন্য এগুলো করেন। অধ্যায় দেখুন |