১ রাজাবলি 8:51 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী51 কারণ ইস্রায়েলীয়েরা তো তোমারই লোক, তোমারই সম্পত্তি যাদের তুমি মিশর থেকে উদ্ধার করে এনেছ, লোহা গলানো চুল্লীর ভিতর থেকে বের করে এনেছ। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস51 কেননা এরা তোমারই লোক ও তোমারই অধিকার; তুমি এদেরকে মিসর থেকে, লোহার হাপরের মধ্য থেকে বের করে এনেছ। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ51 কারণ তারা যে তোমার সেই প্রজা ও উত্তরাধিকার, যাদের তুমি মিশর থেকে, সেই লোহা গলানো চুল্লি থেকে বের করে নিয়ে এসেছিলে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)51 কারণ তারা তোমারই প্রজা, তোমার আপনজন। এদের তুমি মিশরের জ্বলন্ত চুল্লি থেকে উদ্ধার করে এনেছিলে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)51 কেননা ইহারা তোমারই প্রজা ও তোমারই অধিকার; তুমি ইহাদিগকে মিসর হইতে, লৌহের হাপরের মধ্য হইতে, বাহির করিয়া আনিয়াছ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল51 মনে রাখবেন, ওরা আপনারই ভক্ত। আপনিই ওদের মিশর থেকে, গরমচুল্লী থেকে বার করার মতো করে বাঁচিয়েছিলেন। অধ্যায় দেখুন |