১ রাজাবলি 8:45 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী45 তবে স্বর্গ থেকে তুমি তাদের প্রার্থনা ও অনুরোধ শুনো এবং তাদের বিষয়ে সাহায্য কর। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস45 তবে তুমি বেহেশতে তাদের মুনাজাত ও ফরিয়াদ শুনো এবং তাদের বিচার নিষ্পত্তি করো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ45 তখন তুমি স্বর্গ থেকে তাদের প্রার্থনা ও মিনতি শুনো, এবং তাদের পক্ষসমর্থন কোরো। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)45 তুমি শুনো তাদের প্রার্থনা। স্বর্গপুরে বসে তাদের আবেদন গ্রাহ্য করো, বিজয়ী করো তাদের। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)45 তবে তুমি স্বর্গে তাহাদের প্রার্থনা ও বিনতি শুনিও, এবং তাহাদের বিচার নিষ্পত্তি করিও। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল45 স্বর্গ থেকে আপনি তাদেরও প্রার্থনায় সাড়া দিয়ে তাদের সাহায্য করবেন। অধ্যায় দেখুন |