Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ রাজাবলি 7:44 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

44 বিরাট পাত্র ও তার নীচের বারোটা গরু তৈরী করছিলেন;

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

44 এবং একটি সমুদ্র-পাত্র ও সমুদ্র-পাত্রের নিচে বারোটি গরু;

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

44 সমুদ্রপাত্র ও সেটির নিচে থাকা বারোটি বলদ;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

44 এবং একটী সমুদ্র-পাত্র ও সমুদ্র-পাত্রের নীচে দ্বাদশ গোরু;

অধ্যায় দেখুন কপি




১ রাজাবলি 7:44
3 ক্রস রেফারেন্স  

পাত্রটা বারোটা ব্রোঞ্জের গরুর পিঠের উপর বসানো ছিল। সেগুলোর তিনটা উত্তরমুখী, তিনটা পশ্চিমমুখী, তিনটা দক্ষিণমুখী ও তিনটা পূর্বমূখী ছিল এবং তাদের পিছনগুলো ছিল ভিতরের দিকে।


তারপর হীরম ব্রোঞ্জের ছাঁচে ঢেলে জল রাখবার জন্য একটা গোল বিরাট পাত্র তৈরী করলেন। পাত্রটার এক দিক থেকে সোজাসুজি অন্য দিকের মাপ ছিল দশ হাত, গভীরতা পাঁচ হাত এবং বেড়ের চারপাশের মাপ ত্রিশ হাত।


দশটা বেদি ও বেদির ওপরে দশটা গামলা;


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন