Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ রাজাবলি 7:43 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

43 দশটা বেদি ও বেদির ওপরে দশটা গামলা;

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

43 আর দশটি পীঠ ও পীঠের উপরে দশটি ধোবার পাত্র;

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

43 হাত ধোয়ার দশটি পাত্র সমেত দশটি তাক;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

43 আর দশটী পীঠ ও পীঠের উপরে দশটী প্রক্ষালন-পাত্র;

অধ্যায় দেখুন কপি




১ রাজাবলি 7:43
4 ক্রস রেফারেন্স  

তিনি প্রত্যেকটি বেদির জন্য একটা করে ব্রোঞ্জের দশটা গামলা তৈরী করলেন। প্রত্যেকটি গামলার বেড় ছিল চার হাত এবং তাতে চল্লিশ বাৎ আনুমাণিক আটশো আশি বালতি জল ধরত। ঐ দশটি বেদির মধ্যে এক একটি বেদির ওপরে এক একটি গামলা থাকত।


সেই জালিকার্য্যের জন্য চারশো ডালিম থামের উপরকার বাটির গোলাকার অংশটা সাজাবার জন্য প্রত্যেক সারি জালিকার্য্যের জন্য দুই সারি ডালিম;


বিরাট পাত্র ও তার নীচের বারোটা গরু তৈরী করছিলেন;


তাঁর উপহার পবিত্র স্থানের শেকল অনুসারে একশো ত্রিশ শেকল পরিমাপের রূপার একটি থালা ও সত্তর শেকল পরিমাপের রূপার একটি বাটি, এই দুটি পাত্র ভক্ষ্য নৈবেদ্যের জন্য তেল মেশানো সূক্ষ্ম সূজিতে পূর্ণ ছিল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন