১ রাজাবলি 7:34 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী34 প্রত্যেকটি বাক্সের চার কোণায় চারটা অবলম্বন লাগানো ছিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস34 আর প্রত্যেক পীঠের চার কোণে স্থাপিত চার অবলম্বন ছিল; সেই অবলম্বন মূল পীঠের সঙ্গে নির্মিত ছিল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ34 প্রত্যেকটি তাকে চারটি করে হাতল ছিল, তাক থেকে এক-একটি হাতল এক এক প্রান্তে বের হয়েছিল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)34 প্রত্যেকটি গাড়ির চারকোণে চারটি হাতল লাগান ছিল। এগুলিরও গাড়ির সাথে একই ছাঁচে ঢালাই করা হয়েছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)34 আর প্রত্যেক পীঠের চারি কোণে স্থাপিত চারি অবলম্বন ছিল; সেই অবলম্বন স্বয়ং পীঠের সহিত নির্ম্মিত ছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল34 পাত্র ধরে রাখার পায়া চারটি প্রত্যেকটা ঠেলার চারকোণায় বসানো ছিল। এগুলোও ঠেলার সঙ্গে একই ছাঁচে বসানো হয়। অধ্যায় দেখুন |