১ রাজাবলি 4:3 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী3 শীশার দুই ছেলে ইলীহোরফ ও অহিয় ছিলেন রাজার লেখক; অহীলূদের ছেলে যিহোশাফট ছিলেন ইতিহাস লেখক; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস3 শীশার পুত্র ইলীহোরফ ও অহিয় লেখক; অহীলুদের পুত্র যিহোশাফট ইতিহাস লেখক; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ3 শীশার ছেলে ইলীহোরফ ও অহিয় ছিলেন সচিব; অহীলূদের ছেলে যিহোশাফট ছিলেন লিপিকার; অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)3 পুরোহিত সাদোকের পুত্র অসরিয় ছিলেন পঞ্জিকা নির্মাতা। শিসার পুত্র ইলিহোরফ ও অহিয় ছিলেন তাঁর সচিব। অহিলুদের পুত্র যিহোশাফট ছিলেন নথিপত্রের রক্ষক। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)3 সাদোকের পুত্র অসরিয় যাজক ছিলেন। শীশার পুত্র ইলীহোরফ ও অহিয় লেখক ছিলেন; অহীলুদের পুত্র যিহোশাফট ইতিহাসকর্ত্তা ছিলেন; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল3 শীশার দুই পুত্র ইলীহোরফ ও অহিয়। এঁরা দুজনে রাজদরবারে সমস্ত ঘটনার বিবরণ নথিভুক্ত করতেন। অহীলূদের পুত্র যিহোশাফট লোকদের ইতিহাস বিষয়ক টীকা রচনা করতেন। অধ্যায় দেখুন |