১ রাজাবলি 4:26 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী26 শলোমনের রথের ঘোড়াগুলোর জন্য ছিল চল্লিশ হাজার ঘর আর বারো হাজার ঘোড়সওয়ার। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস26 সোলায়মানের রথের জন্য চল্লিশ হাজার আস্তাবল ও বারো হাজার ঘোড়সওয়ার ছিল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ26 শলোমনের কাছে রথের ঘোড়াগুলি রাখার জন্য চার হাজার আস্তাবল, এবং 12,000 ঘোড়া ছিল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)26 শলোমনের অশ্বশালায় চল্লিশ হাজার রথের ঘোড়া এবং বারোহাজার যুদ্ধের ঘোড়া ছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)26 শলোমনের রথের নিমিত্ত চল্লিশ সহস্র অশ্বশালা ও বারো সহস্র অশ্বারোহী ছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল26 শলোমনের আস্তাবলে রথ টানার জন্য 4000 ঘোড়া রাখার ব্যবস্থা তো ছিলই, এছাড়াও তাঁর অধীনে ছিল 12,000 অশ্বারোহী সৈনিক। অধ্যায় দেখুন |