১ রাজাবলি 4:22 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী22 শলোমনের জন্য প্রতিদিন যে সব খাবার লাগত তা এই: প্রায় সাড়ে পাঁচ টন মিহি ময়দা, প্রায় এগারো টন সুজি, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস22 সোলায়মানের প্রত্যেক দিনের আয়োজনীয় দ্রব্য ছিল এই: ত্রিশ কোর মিহি সুজি ও ষাট কোর ময়দা; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ22 শলোমনের দৈনিক খাদ্যসম্ভার ছিল ত্রিশ কোর মিহি ময়দা ও ষাট কোর যবের আটা, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)22 শলোমনের প্রাসাদের জন্য দৈনিক খাদ্য সরবরাহের পরিমাণ ছিল ত্রিশ কোর ময়দা, ষাট কোর আটা, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)22 শলোমনের প্রত্যেক দিনের আয়োজনীয় দ্রব্য এই ছিল, ত্রিশ কোর সূক্ষ্ম সূজী ও ষাট কোর ময়দা; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল22-23 প্রতিদিন শলোমনের নিজের জন্য ও তাঁর সঙ্গে যারা এক সঙ্গে বসে খাওয়া দাওয়া করতো তাদের সকলের জন্য সব মিলিয়ে প্রায় 150 কেজি ময়দা, 300 কেজি আটা, 10টি হৃষ্টপুষ্ট গরু, 20টি সাধারণ গরু, 100টি মেষ, হরিণ, খরগোশ, নানান পাখপাখালির মাংস প্রয়োজন হত। অধ্যায় দেখুন |