১ রাজাবলি 3:17 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী17 তাদের মধ্যে একজন বলল, “হে আমার প্রভু, এই স্ত্রীলোকটী এবং আমি একই ঘরে থাকি। সে সেখানে থাকবার দিন আমার একটি সন্তান প্রসব হয়। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস17 একটি স্ত্রীলোক বললো, হে আমার প্রভু, আমি ও এই স্ত্রীলোকটি উভয়ে একটি ঘরে থাকি এবং সে যখন ঘরে ছিল তখন আমি একটি পুত্র প্রসব করি। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ17 তাদের মধ্যে একজন বলল, “হে আমার প্রভু, আমায় ক্ষমা করবেন। এই মহিলাটি ও আমি একই বাড়িতে থাকি, ও সে আমার সঙ্গে থাকতে থাকতেই আমার একটি সন্তান হল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)17 তাদের একজন বলল, মহারাজ, আমি আর এই মেয়েঠি একই ঘরে থাকি। আমার একটি ছেলে হয়েছিল। এই মেয়েটি তখন সেখানেই ছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)17 একটী স্ত্রীলোক কহিল, হে আমার প্রভু, আমি ও এই স্ত্রীলোকটী উভয়ে এক ঘরে থাকি; এবং আমি উহার কাছে ঘরে থাকিয়া প্রসব করি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল17 তাদের মধ্যে একজন শলোমনকে বলল, “মহারাজ আমরা দুজনে একই ঘরে বাস করি। আমরা দুজনেই সন্তানসম্ভবা ছিলাম এবং সন্তান এর জন্ম দেওয়ার সময় উপস্থিত হয়। ঐ মেয়েটির উপস্থিতিতেই আমি আমার সন্তানের জন্ম দিই। অধ্যায় দেখুন |