১ রাজাবলি 20:29 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী29 আর সাত দিন পর্যন্ত তারা একে অন্যের সামনাসামনি ছাউনি ফেলে থাকল, তারপর সপ্তম দিনের যুদ্ধ শুরু হয়ে গেল। ইস্রায়েলীয়েরা এক দিনের ই এক লক্ষ অরামীয় পদাতিক সৈন্য মেরে ফেলল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস29 আর তারা সাত দিন পর্যন্ত সম্মুখাসম্মুখি হয়ে শিবিরে রইলো, পরে সপ্তম দিনে যুদ্ধ শুরু হল; তাতে বনি-ইসরাইল এক দিনে অরামের এক লক্ষ পদাতিক সৈন্যকে সংহার করলো; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ29 সাত দিন পর্যন্ত তারা পরস্পরের বিপরীতে শিবির স্থাপন করে বসেছিল, এবং সপ্তম দিনে যুদ্ধ বেধে গেল। একদিনেই ইস্রায়েলীরা অরামীয়দের এক লক্ষ পদাতিক সৈন্য মেরে ফেলেছিল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)29 সিরীয় সৈন্য ও ইসরায়েলী সৈন্য পরস্পর মুখোমুখি হয়ে নিজেদের ছাউনিতে সাতদিন অবস্থান করল। সপ্তম দিনে তারা যুদ্ধ শুরু করল। ইসরায়েলীরা একদিনেই সিরীয়দের একলক্ষ সৈন্য ধ্বংস করল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)29 আর তাহারা সাত দিন পর্য্যন্ত সম্মুখাসম্মুখি হইয়া শিবিরে রহিল, পরে সপ্তম দিবসে যুদ্ধ বাধিয়া গেল; তাহাতে ইস্রায়েল-সন্তানগণ এক দিনে অরামের এক লক্ষ পদাতিক সৈন্যকে সংহার করিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল29 দুই পক্ষের সেনাবাহিনী মুখোমুখি তাঁবু গেড়ে আরো সাতদিন বসে থাকল। সাত দিনের দিন যুদ্ধ শুরু হল। এক দিনেই ইস্রায়েলীয়রা অরামীয়দের 100,000 সৈন্যকে হত্যা করল। অধ্যায় দেখুন |