১ রাজাবলি 17:19 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী19 তিনি তাকে বললেন, “তোমার ছেলেকে আমার কাছে দাও।” পরে তিনি ছেলেটিকে সেই স্ত্রীলোকের কোল থেকে নিয়ে উপরের নিজের থাকবার ঘরে গিয়ে নিজের বিছানায় শুইয়ে দিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস19 তিনি তাকে বললেন, তোমার পুত্রটি আমাকে দাও। পরে তিনি তার কোল থেকে ছেলেটিকে নিয়ে উপরে তাঁর থাকবার কুঠরীতে গিয়ে তাঁর নিজের বিছানায় শুইয়ে দিলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ19 “তোমার ছেলেকে আমার হাতে তুলে দাও,” এলিয় উত্তর দিলেন। তিনি তার হাত থেকে ছেলেটিকে নিয়ে উপরের সেই ঘরটিতে চলে গেলেন, যেখানে তিনি থাকার জন্য উঠেছিলেন, এবং ছেলেটিকে নিজের বিছানায় শুইয়ে দিলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)19 এলিয় তাকে বললেন, ছেলেটিকে আমার কাছে দাও। তিনি তার কোল থেকে ছেলেটিকে নিয়ে উপর তলায় নিজের ঘরে নিয়ে গিয়ে নিজের বিছানায় শুইয়ে দিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)19 তিনি তাহাকে কহিলেন, তোমার পুত্রটী আমাকে দেও। পরে তিনি তাহার ক্রোড় হইতে ছেলেটীকে লইয়া উপরে আপনার থাকিবার কুঠরীতে গিয়া আপন শয্যায় শোয়াইয়া দিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল19 এলিয় তাকে বললেন, “তোমার পুত্রকে আমার কাছে এনে দাও।” তারপর এলিয় পুত্রটিকে ওপরে নিয়ে গিয়ে যে ঘরে তিনি থাকতেন তার নিজের খাটে শুইয়ে দিলেন। অধ্যায় দেখুন |