১ রাজাবলি 16:13 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী13 এর কারণ বাশার সব পাপ ও তাঁর ছেলে এলার পাপ আচরণ; তাঁরা নিজেরা পাপ করেছিলেন এবং ইস্রায়েলকেও পাপ করিয়েছিল, ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুকে তাঁদের মূর্তির মাধ্যমে ক্রুদ্ধ করেছিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস13 এর কারণ বাশার সমস্ত গুনাহ্ ও তাঁর পুত্র এলার গুনাহ্-কাজ; তাঁরা নিজেরা গুনাহ্ করেছিলেন এবং ইসরাইলকেও গুনাহ্ করিয়ে ইসরাইলের আল্লাহ্ মাবুদকে তাদের অসার মূর্তির দ্বারা অসন্তুষ্ট করেছিলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ13 বাশা ও তাঁর ছেলে এলা যেসব পাপ করলেন ও ইস্রায়েলকে দিয়েও যা করিয়েছিলেন, সেগুলির কারণেই এমনটি হল, এবং তারা তাদের নির্গুণ প্রতিমার মূর্তিগুলি দিয়ে ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর ক্রোধ জাগিয়ে তুলেছিলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)13 প্রতিমা পূজা ও ইসরায়েলীদের পাপের পথে পরিচালিত করার জন্য বাশা এবং তাঁর পুত্র এলার উপর ইসরায়েলের আরাধ্য প্রভু পরমেশ্বর রুষ্ট হয়েছিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 ইহার কারণ বাশার সমস্ত পাপ ও তাঁহার পুত্র এলার পাপাচার; তাঁহারা আপনার পাপ করিয়াছিলেন, এবং ইস্রায়েলকেও পাপ করাইয়া ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুকে আপনাদের অসার প্রতিমার দ্বারা অসন্তুষ্ট করিয়াছিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল13 বাশা ও তাঁর পুত্র এলার পাপ আচরণের জন্যই এই ঘটনা ঘটলো। তাঁরা শুধু নিজেরাই পাপ করেন নি, ইস্রায়েলের লোকদেরও পাপ আচরণে বাধ্য করেছিলেন। এই কারণে প্রভু তাদের ওপর ক্রুদ্ধ হয়েছিলেন। এছাড়াও তারা মূর্ত্তি পূজা করতেন বলে প্রভু ক্রুদ্ধ হয়েছিলেন। অধ্যায় দেখুন |