১ রাজাবলি 12:30 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী30 তাই লোকেরা পূজা করবার জন্য দান পর্যন্ত যেতে লাগল। এই ব্যাপারটা তাদের পাপের কারণ হয়ে দাঁড়াল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস30 এই ব্যাপারটা তাদের পক্ষে গুনাহ্স্বরূপ হয়ে দাঁড়াল, কেননা তার একটার পূজা করার জন্য বৈথেল ও অন্যটার পূজা করার জন্য লোকেরা দান পর্যন্তও যেতে লাগল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ30 আর এটি পাপ বলে বিবেচিত হল; লোকজন বেথেলে এসে একটির পূজার্চনা করত, এবং অন্যটির পূজার্চনা করার জন্য তারা দান পর্যন্ত চলে যেত। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)30 লোকেরা বেথেল এবং দান-এ গিয়ে পূজা করতে লাগল। ফলে পাপাচার ঘটল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)30 এই ব্যাপার পাপস্বরূপ হইল, কেননা তাহার একটার সম্মুখে লোকেরা দান পর্য্যন্তও যাইতে লাগিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল30 ইস্রায়েলের লোকরা তখন বৈথেলে ও দানে বাছুর দুটোকে আরাধনা করতে গেল। কিন্তু এটি অত্যন্ত গর্হিত ও পাপের কাজ হল। অধ্যায় দেখুন |