১ রাজাবলি 12:23 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী23 তুমি যিহূদার রাজা শলোমনের ছেলে রহবিয়ামকে, যিহূদা ও বিন্যামীনের সমস্ত বংশকে এবং বাকি সব লোকদের বল যে, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস23 তুমি সোলায়মানের পুত্র এহুদার বাদশাহ্ রহবিয়াম, এহুদার ও বিন্ইয়ামীনের সমস্ত কুল এবং অবশিষ্ট লোকদেরকে বল, অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ23 “শলোমনের ছেলে, যিহূদার রাজা রহবিয়ামকে এবং যিহূদা ও বিন্যামীনের সব লোকজনকে তথা বাকি সব লোকজনকেও একথা বলো, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)23 রহবিয়াম এবং যিহুদা ও বিন্যামীন গোষ্ঠীর সমস্ত লোককে বল: অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)23 তুমি শলোমনের পুত্র যিহূদার রাজা রহবিয়ামকে, যিহূদার ও বিন্যামীনের সমস্ত কুলকে এবং অবশিষ্ট লোকদিগকে বল, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল23 “যাও যিহূদার রাজা শলোমনের পুত্র রহবিয়াম আর যিহূদার লোক ও বিন্যামীনকে গিয়ে ভাইয়ে ভাইয়ে যুদ্ধ করতে বারণ করো। অধ্যায় দেখুন |