১ রাজাবলি 1:42 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী42 তাঁর কথা শেষ হতে না হতেই যাজক অবিয়াথরের ছেলে যোনাথন সেখানে উপস্থিত হল। আদোনিয় তাকে বলল, “আসুন, আসুন। আপনি তো ভাল লোক, নিশ্চয়ই ভাল সংবাদ এনেছেন।” অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস42 তিনি কথা বলছেন, এমন সময়ে দেখ, ইমাম অবিয়াথরের পুত্র যোনাথন উপস্থিত হল। আদোনিয় তাকে বললেন, এসো, তুমি ভদ্রলোক, সুসংবাদ এনেছ। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ42 তিনি একথা বলতে না বলতেই যাজক অবিয়াথরের ছেলে যোনাথন সেখানে পৌঁছে গেলেন। আদোনিয় বলল, “আসুন, আসুন। আপনার মতো গুণীজন নিশ্চয় ভালো খবরই নিয়ে এসেছেন।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)42 ততক্ষণে পুরোহিত অবিয়াথারের পুত্র যোনাথন এসে পৌঁছাল। আদোনিয় তাকে বলল, এস এস, তুমিই উপযুক্ত লোক, নিশ্চয়ই সুসংবাদ এনেছ! অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)42 এমন সময়ে দেখ, অবিয়াথর যাজকের পুত্র যোনাথন উপস্থিত হইল। আদোনিয় কহিল, আইস, তুমি ভদ্রলোক, সুসংবাদ আনিতেছ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল42 যোয়াব যখন কথা বলছে তখন যাজক অবিয়াথরের পুত্র যোনাথন এসে উপস্থিত হল। আদোনিয় তাকে বলল, “এসো, এসো, এখানে এসো! তুমি একজন ভাল ও বিশ্বাসী মানুষ। তুমি নিশ্চয়ই আমার জন্য কোনো সুখবর এনেছো?” অধ্যায় দেখুন |