১ রাজাবলি 1:36 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী36 তখন যিহোয়াদার ছেলে বনায় রাজাকে বললেন, “আমেন। আমাদের প্রভু মহারাজের ঈশ্বর সদাপ্রভু তাই করুন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস36 তাতে যিহোয়াদার পুত্র বনায় বাদশাহ্কে জবাবে বললেন, আমিন, আমার মালিক বাদশাহ্র আল্লাহ্ মাবুদও এ-ই বলুন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ36 যিহোয়াদার ছেলে বনায় রাজামশাইকে উত্তর দিলেন, “আমেন! আমার প্রভু মহারাজের ঈশ্বর সদাপ্রভুও এরকমই ঘোষণা করুন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)36 বনায় বললেন, আমেন! তাই হবে মহারাজ,আপনার ঈশ্বর প্রভুর ইচ্ছাও তাই হোক। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)36 তাহাতে যিহোয়াদার পুত্র বনায় রাজাকে উত্তর করিলেন, বলিলেন, আমেন, আমার প্রভু মহারাজের ঈশ্বর সদাপ্রভুও ইহাই বলুন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল36 যিহোয়াদার পুত্র বনায় রাজার কথার উত্তরে বলল, “আমেন! ধন্য মহারাজ! প্রভু ঈশ্বর স্বয়ং যেন আপনার মুখ দিয়ে একথা বললেন। অধ্যায় দেখুন |