১ যোহন 2:26 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী26 যারা তোমাদের বিপথে চালাতে চায় তাদের সম্মন্ধে তোমাদেরকে এই সব লিখলাম। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস26 যারা তোমাদের ভুল পথে নিয়ে যেতে চায়, তাদের বিষয়ে এসব তোমাদের লিখলাম। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ26 যারা তোমাদের বিপথে চালিত করতে সচেষ্ট, তাদেরই বিষয়ে আমি এসব কথা লিখছি। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)26 যারা তোমাদের প্রতারিত করবে তাদের সম্পর্ক এ কথা আমি তোমাদের লিখলাম। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)26 যাহারা তোমাদিগকে ভ্রান্ত করিতে চায়, তাহাদের বিষয়ে এই সকল তোমাদিগকে লিখিলাম। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল26 যারা তোমাদের ভুল পথে নিয়ে যেতে চায় তাদের বিষয়ে তোমাদের এইসব কথা লিখলাম। অধ্যায় দেখুন |