১ যোহন 2:24 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী24 তোমরা যেটা প্রথম থেকে শুনে আসছ সেটা তোমাদের অন্তরে থাকুক; যদি প্রথম থেকে যা শুনেছ তা তোমাদের অন্তরে থাকে তবে তোমরাও পুত্রতে ও পিতাতে থাকবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস24 তোমরা আদি থেকে যা শুনেছ, তা তোমাদের অন্তরে থাকুক; আদি থেকে যা শুনেছ, তা যদি তোমাদের অন্তরে থাকে, তবে তোমরাও পুত্রে ও পিতার মধ্যে থাকবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ24 দেখো, প্রথম থেকেই তোমরা যা শুনেছ, তা যেন তোমাদের অন্তরে থাকে। যদি তা থাকে, তোমরা পুত্রতে ও পিতাতে থাকবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)24 প্রথম থেকে তোমরা যা শুনেছ তা যেন তোমাদের মনে থাকে। প্রথম থেকে যা তোমরা শুনেছ তা যদি তোমাদের অন্তরে থাকে তাহলে তোমরা পুত্রর এবং পিতার আশ্রিত হবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)24 তোমরা আদি হইতে যাহা শুনিয়াছ, তাহা তোমাদের অন্তরে থাকুক; আদি হইতে যাহা শুনিয়াছ, তাহা যদি তোমাদের অন্তরে থাকে, তবে তোমরাও পুত্রে ও পিতাতে থাকিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল24 শুরু থেকে তোমরা যা শুনে আসছ, সেই সব বিষয় অবশ্যই তোমাদের অন্তরে রেখো। শুরু থেকে তোমরা যা শুনেছ তা যদি তোমাদের অন্তরে থাকে তবে তোমরা পিতা ঈশ্বর ও তাঁর পুত্রের সাহচর্য্যে থাকবে। অধ্যায় দেখুন |