১ বংশাবলি 9:24 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী24 পূর্ব, পশ্চিম, উত্তর ও দক্ষিণ এই চারদিকেই মন্দিরের দ্বার রক্ষীরা পাহারা দিত। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস24 এই দ্বারপালেরা পূর্ব ও পশ্চিম, উত্তর ও দক্ষিণ চারদিকে থাকতো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ24 দ্বাররক্ষীরা পূর্ব, পশ্চিম, উত্তর ও দক্ষিণ—এই চারদিকে থাকতেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)24 মন্দিরের উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম—চারদিকেই একটি করে তোরণ ছিল এবং প্রত্যেকটি তোরণের এক একজন প্রধান রক্ষী ছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)24 এই দ্বারপালেরা পূর্ব্ব ও পশ্চিম, উত্তর ও দক্ষিণ চারিদিকে থাকিত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল24 উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম সব মিলিয়ে মোট চারটি প্রবেশ-পথ ছিল। অধ্যায় দেখুন |
আর তিনি তাঁর বাবা দায়ূদের নির্ধারিত যাজকদের সেবা কাজের জন্য তাদের দিন সূচি নির্দিষ্ট করে দিলেন এবং প্রতিদিনের নিয়ম অনুসারে প্রশংসা ও যাজকদের সামনে পরিচর্য্যা করতে লেবীয়দেরকে নিজেদের কাজে নিযুক্ত করলেন। আর তিনি পালা অনুসারে প্রত্যেকটি দরজা দারোয়ানদের নিযুক্ত করলেন, কারণ ঈশ্বরের লোক দায়ূদ সেই রকম আদেশ দিয়েছিলেন।