১ বংশাবলি 9:13 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী13 এঁরা ছিলেন নিজের নিজের বংশের নেতা। এরা ও এদের ভাইরা এক হাজার সাতশো ষাট জন। এঁরা ঈশ্বরের গৃহের সেবা কাজের ভারপাওয়া যোগ্য লোক। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস13 এরা ও এদের ভাইয়েরা এক হাজার সাত শত ষাট জন, এরা যার যার পিতৃকুলের পতি এবং আল্লাহ্র গৃহের সেবাকর্ম সম্পাদনে অতি দক্ষ লোক। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ13 যে যাজকেরা তাদের পরিবারগুলির কর্তা ছিলেন, তাদের সংখ্যা হল 1,760 জন। তারা এমন যোগ্য লোক ছিলেন, যারা ঈশ্বরের গৃহে সেবাকাজ করার পক্ষে দায়িত্বশীলও ছিলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)13 বিভিন্ন গোষ্ঠীর প্রধান পুরোহিতদের সংখ্যা ছিল সতেরোশো ষাট। তাঁরা মন্দিরের সর্বপ্রকার কাজে দক্ষ ছিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 ইহারা ও ইহাদের ভ্রাতৃগণ এক সহস্র সাত শত ষাট জন; ইহারা আপন আপন পিতৃকুলের পতি এবং ঈশ্বরের গৃহের সেবাকর্ম্ম সম্পাদনে অতি দক্ষ লোক। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল13 সব মিলিয়ে যাজকদের সংখ্যা ছিল 1760 জন। এঁরা সকলে ঈশ্বরের মন্দিরে সেবার জন্য নিযুক্ত ও নিজেদের পরিবারের নেতা ছিলেন। অধ্যায় দেখুন |