১ বংশাবলি 7:2 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী2 তোলয়ের ছেলেরা হল উষি, রফায়, যিরীয়েল, যহময়, যিব্সম, ও শমূয়েল। এঁরা ছিলেন নিজের নিজের বংশের নেতা। দায়ূদের রাজত্বের দিনের তোলয়ের বংশের যে সব লোকদের যোদ্ধা হিসাবে বংশ তালিকায় নাম লেখা হয়েছিল তারা সংখ্যায় ছিল বাইশ হাজার ছয়শো। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস2 তোলয়ের সন্তান উষি, রফায়, যিরীয়েল, যহময়, যিব্সম ও শামুয়েল, এরা তোলয়ের বংশজাত, নিজ নিজ পিতৃকুলের প্রধান ও যার যার সমকালীন লোকদের মধ্যে বলবান বীর ছিল, দাউদের সময়ে তারা সংখ্যায় বাইশ হাজার ছয় শত জন ছিল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ2 তোলয়ের ছেলেরা: উষি, রফায়, যিরীয়েল, যহময়, যিবসম ও শমূয়েল—তাদের পরিবারের কর্তা। দাউদের রাজত্বকালে, তোলয়ের যেসব বংশধর তাদের বংশতালিকানুসারে যোদ্ধারূপে নথিভুক্ত হল, তাদের সংখ্যা 22,600 জন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)2 তোলয়ের ছয় পুত্র: উষি, রফাথ, যিরিয়েল, যহ্ময়, যিবসম ও শমুয়েল। এঁরা ছিলেন তোলয় বংশের নেতা ও বিখ্যাত যোদ্ধা। রাজা দাউদের সময় এঁদের বংশধরদের সংখ্যা ছিল বাইশ হাজার ছয়শো। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)2 তোলয়ের সন্তান উষি, রফায়, যিরীয়েল, যহময়, যিব্সম ও শমূয়েল, ইহারা তোলয়ের [বংশজাত], আপন আপন পিতৃকুলের পতি ও আপন আপন সমকালীন লোকদের মধ্যে বলবান বীর ছিল; দায়ূদের সময়ে তাহারা সংখ্যায় বাইশ সহস্র ছয় শত জন ছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল2 তোলয়়ের পুত্ররা সকলেই তাদের পরিবারের নেতা ছিলেন। এদের নাম: উষি, রফায়, যিরীয়েল, যহময়, যিব্সম আর শমূয়েল। এঁরা এবং এঁদের উত্তরপুরুষদের সকলেই ছিলেন বীর সৈনিক। দায়ূদের রাজত্বের সময় এদের পরিবারে 22,600 সৈনিক ছিল। অধ্যায় দেখুন |