Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ বংশাবলি 6:78 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

78 তারা যিরীহোর পূর্ব দিকে যর্দ্দনের ওপারে রূবেণ গোষ্ঠীর এলাকা থেকে মরু এলাকার বেৎসর, যাহসা,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

78 এবং জেরিকোর কাছে জর্ডানের ওপারে, অর্থাৎ জর্ডানের পূর্বপারে রূবেণ-বংশ থেকে চারণ-ভূমির সঙ্গে মরুভূমিস্থ্থ বেৎসর,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

78 যিরীহোর পূর্বদিকে জর্ডন নদীর পারের রূবেণ বংশ থেকে তারা পেয়েছিল মরুপ্রান্তরে অবস্থিত বেৎসর, যাহসা,

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

78 রূবেণ গোষ্ঠীর এলাকায় যিরিহো ছাড়িয়ে জর্ডন নদীর পূর্বতীরে জাহ্‌সা মালভূমির বেৎসর,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

78 এবং যিরীহোর নিকটে যর্দ্দনের ওপারে, অর্থাৎ যর্দ্দনের পূর্ব্বপারে রূবেণবংশ হইতে পরিসরের সহিত প্রান্তরস্থ বেৎসর,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

78-79 মরারি পরিবারের সদস্যরা এছাড়াও মরু অঞ্চলের বেৎ‌সর নগর, যাহসা, কদমোৎ, মেফাত্‌ প্রমুখ শহর ও তার আশেপাশের মাঠগুলো রূবেণ পরিবারগোষ্ঠীর কাছ থেকে পেলেন। রূবেণের উত্তরপুরুষরা যর্দন নদী ও যিরিহো শহরের পূর্বপ্রান্তে বসবাস করতেন।

অধ্যায় দেখুন কপি




১ বংশাবলি 6:78
5 ক্রস রেফারেন্স  

আর যিরীহোর কাছে যর্দ্দনের (নদীর) পূর্বপারে তারা রূবেণ বংশের অধিকার থেকে সমভূমির মরুপ্রান্তে অবস্থিত বেৎসর ও গাদ বংশের অধিকার থেকে গিলিয়দে অবস্থিত রামোৎ ও মনঃশি বংশের অধিকার থেকে বাশনে অবস্থিত গোলন নির্ণয় করল।


বাকি লেবীয়েরা, অর্থাৎ মরারীয়েরা সবূলূন গোষ্ঠীর এলাকা থেকে পশু চরাবার মাঠ সমেত রিম্মোণ ও তাবোর পেল;


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন