১ বংশাবলি 6:77 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী77 বাকি লেবীয়েরা, অর্থাৎ মরারীয়েরা সবূলূন গোষ্ঠীর এলাকা থেকে পশু চরাবার মাঠ সমেত রিম্মোণ ও তাবোর পেল; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস77 অবশিষ্ট (লেবীয়দেরকে), মরারির সন্তানদেরকে, সবূলূন-বংশ থেকে চারণ-ভূমির সঙ্গে রিম্মোণো ও চারণ-ভূমির সঙ্গে তাবোর; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ77 মরারীয়রা (বাদবাকি লেবীয়রা) নিম্নলিখিত (নগরগুলি) পেয়েছিল: সবূলূন বংশ থেকে তারা পেয়েছিল যক্নিয়াম, কার্তা, রিম্মোণো ও তাবোর, এবং সেই নগরগুলির চারণভূমিও তারা পেয়েছিল; অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)77 মরারি গোষ্ঠীর অবশিষ্ট পরিবারগুলির জন্য চারণভূমিসহ নিম্নলিখিত জনপদগুলি দেওয়া হয়েছিল: সবুলুন গোষ্ঠীর এলাকায় রিম্মনো ও তাবোর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)77 অবশিষ্ট [লেবীয়দিগকে], মরারির সন্তানদিগকে, সবূলূনবংশ হইতে পরিসরের সহিত রিম্মোণো ও পরিসরের সহিত তাবোর; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল77 লেবীয়দের বাদবাকিরা ছিলেন মরারি পরিবারের সদস্য। তারা সবূলূন পরিবারগোষ্ঠীর কাছ থেকে যখনিয়ম, করতহ, রিম্মোণো এবং তাবোর প্রমুখ শহর ও তার নিকটবর্তী মাঠগুলো পেলেন। অধ্যায় দেখুন |