১ বংশাবলি 6:70 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী70 এছাড়া মনঃশি গোষ্ঠীর অর্ধেক লোকদের এলাকা থেকে আনের ও বিল্য়ম এবং সেগুলোর চারপাশের পশু চরাবার মাঠ কহাতের বাকি বংশগুলোকে দেওয়া হল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস70 এবং মানশার অর্ধেক বংশ থেকে চারণ-ভূমির সঙ্গে আনের, চারণ-ভূমির সঙ্গে বিল্য়ম, কহাতের অবশিষ্ট সন্তানদের গোষ্ঠীর জন্য দিল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ70 মনঃশির অর্ধেক বংশ থেকে ইস্রায়েলীরা কহাতীয় বংশের বাদবাকি লোকজনকে আনের ও বিলয়ম এবং সেই নগরগুলির চারণভূমিও দিয়েছিল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)70 পশ্চিমাঞ্চলে মনঃশি গোষ্ঠীর এলাকা থেকে তাদের চারপাশের চারণভূমিসহ আনের ও বিলয়ম জনপদ দুটি কোহাৎ গোষ্ঠীর লোকদের দেওয়াহয়েছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)70 এবং মনঃশির অর্দ্ধবংশ হইতে পরিসরের সহিত আনের, পরিসরের সহিত বিল্ময়, কহাতের অবশিষ্ট সন্তানগণের গোষ্ঠীর জন্য দিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল70 এবং কহাতের বাকি পরিবারগুলিকে ইস্রায়েলীয়রা মনঃশি পরিবারের অর্ধেকের কাছ থেকে দিল আনের, বিল্যম এবং তাদের মাঠগুলি। অধ্যায় দেখুন |