১ বংশাবলি 6:60 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী60 বিন্যামীন গোষ্ঠীর জায়গা থেকে তাঁদের দেওয়া হল গেবা, আলেমৎ, অনাথোৎ ও এগুলোর চারপাশের পশু চরাবার মাঠ। মোট তেরোটা শহর ও গ্রাম কহাতীয় বংশগুলো পেয়েছিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস60 এবং বিন্ইয়ামীন-বংশ থেকে চারণ-ভূমির সঙ্গে সেবা, চারণ-ভূমির সঙ্গে আলেমৎ ও চারণ-ভূমির সঙ্গে অনাথোৎ দেওয়া গেল, সবসুদ্ধ তাঁদের গোষ্ঠী অনুসারে তাঁদের তেরটি নগর হল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ60 বিন্যামীন বংশ থেকে তাদের দেওয়া হল গিবিয়োন, গেবা, আলেমৎ ও অনাথোৎ, এবং সেই নগরগুলির চারণভূমিও তাদের দেওয়া হল। কহাতীয় বংশের মধ্যে ভাগ করে দেওয়া নগরের সংখ্যা দাঁড়িয়েছিল মোট তেরোটি। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)60 বিন্যামীন গোষ্ঠীর এলাকায় চারণভূমিসহ নিম্নলিখিত জনপদগুলি তাদের দেওয়া হয়েছিল: গেবা, আলেমৎ, ও অনাথোৎ। তাদের পরিবারগুলির বসবাসের জন্য মোট তেরোটি জনপদ দেওয়া হয়েছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)60 এবং বিন্যামীনবংশ হইতে পরিসরের সহিত গেবা, পরিসরের সহিত আলেমৎ ও পরিসরের সহিত অনাথোৎ দেওয়া গেল; সর্ব্বশুদ্ধ তাঁহাদের গোষ্ঠী অনুসারে তাঁহাদের তেরটী নগর হইল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল60 বিন্যামীনের পরিবারগোষ্ঠীর সদস্যরা গিবিয়োন, গেবা, অনাথোৎ, আলেমৎ প্রমুখ শহর ও তার আশেপাশের মাঠগুলি পেয়েছিলেন। কহাতের পরিবারদের তেরোটি শহর দেওয়া হয়। অধ্যায় দেখুন |