১ বংশাবলি 6:56 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী56 কিন্তু শহরের চারপাশের ক্ষেত খামার ও গ্রামগুলো দেওয়া হয়েছিল যিফুন্নির ছেলে কালেবকে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস56 কিন্তু সেই নগরের ক্ষেত ও সমস্ত গ্রাম যিফুন্নির পুত্র কালুতকে দেওয়া গেল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ56 কিন্তু ক্ষেতজমি ও নগর ঘিরে থাকা গ্রামগুলি দেওয়া হল যিফূন্নির ছেলে কালেবকে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)56 নগরের এলাকাভুক্ত গ্রামাঞ্চল ও ক্ষেতখামার কালেবের পুত্র যিফুন্নির ভাগে পড়েছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)56 কিন্তু সেই নগরের ক্ষেত্র ও গ্রাম সকল যিফুন্নির পুত্র কালেবকে দেওয়া গেল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল56 হিব্রোণের দূরবর্তী মাঠ-ঘাট ও গ্রামাঞ্চলগুলি যিফুন্নির পুত্র কালেবকে দেওয়া হয়। অধ্যায় দেখুন |