১ বংশাবলি 5:24 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী24 এইসব লোক তাদের বংশের নেতা ছিলেন এফর, যিশী, ইলীয়েল, অস্রীয়েল, যিরমিয়, হোদবিয় ও যহদীয়েল। এই সব শক্তিশালী বীর ও বিখ্যাত লোকেরা নিজের নিজের পরিবারের নেতা ছিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস24 এসব লোক তাদের পিতৃকুলপতি ছিলেন; এফর, যিশী, ইলীয়েল, অস্রীয়েল, ইয়ারমিয়া, হোদবিয় ও যহদীয়েল, এসব বলবান বীর ও বিখ্যাত লোক নিজ নিজ পিতৃকুলের প্রধান ছিলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ24 এরাই তাদের পরিবারের কর্তা ছিলেন: এফর, যিশী, ইলীয়েল: অস্রীয়েল, যিরমিয়, হোদবিয় ও যহদীয়েল। তারা সাহসী যোদ্ধা, বিখ্যাত পুরুষ, ও তাদের পরিবারের কর্তা ছিলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)24 নিম্নলিখিত ব্যক্তিরা ছিলেন এই গোষ্ঠীর প্রধানঃ এফর, যিশি, ইলিয়েল, অস্রিয়েল, যিরমিয়, হোদভিয় এবং যাহ্দিয়েল। এঁরা ছিলেন গোষ্ঠীর বিখ্যাত যোদ্ধা ও নেতা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)24 এই সকল লোক তাহাদের পিতৃকুলপতি ছিলেন; এফর, যিশী, ইলীয়েল, অস্রীয়েল, যিরমিয়, হোদবিয় ও যহদীয়েল, এই সকল বলবান বীর ও বিখ্যাত লোক আপন আপন পিতৃকুলের পতি ছিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল24 এফর, যিশী, ইলীয়েল, অস্রীয়েল, যিরমিয়, হোদবিয়, যহদীয়েল প্রমুখ বিখ্যাত সাহসী বীররা ছিলেন এঁদের নেতা। অধ্যায় দেখুন |