১ বংশাবলি 5:17 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী17 যিহূদার রাজা যোথম ও ইস্রায়েলের রাজা যারবিয়ামের রাজত্বের দিনের তাদের সবার বংশ তালিকা লেখা হয়েছিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস17 এহুদার বাদশাহ্ যোথ ও ইসরাইলের বাদশাহ্ ইয়ারাবিমের সময়ে তাদের সকলের খান্দাননামা লেখা হয়েছিল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ17 যিহূদার রাজা যোথম ও ইস্রায়েলের রাজা যারবিয়ামের রাজত্বকালেই এরা সবাই বংশতালিকায় ঢুকে পড়েছিলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)17 (যিহুদীয়ারাজ যোথাম ও ইসরায়েল রাজ দ্বিতীয় যারবিয়ামের আমলে এই বংশতালিকা সঙ্কলিত হয়েছিল।) অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)17 যিহূদা-রাজ যোথমের ও ইস্রায়েল-রাজ যারবিয়ামের সময়ে তাহাদের সকলের বংশাবলি লিখিত হইয়াছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল17 এই সমস্ত নামগুলি গাদের পারিবারিক ইতিহাসে লিপিবদ্ধ করা হয় এবং এগুলি যিহূদার রাজা যোথম ও ইস্রায়েলের রাজা যারবিয়ামের সময়ে নথিভুক্ত করা হয়। অধ্যায় দেখুন |