১ বংশাবলি 5:13 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী13 আর তাদের পরিবার অনুযায়ী আত্মীয় মীখায়েল, মশুল্লম, শেবা, যোরায়, যাকন, সীয় ও এবর, সবসুদ্ধ সাত জন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস13 আর তাদের পিতৃকুলজাত জ্ঞাতি মিকাইল, মশুল্লম, শেবা যোরায়, যাকন, সীয় ও এবর, এই সাত জন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ13 পরিবার ধরে ধরে তাদের আত্মীয়স্বজন হলেন: মীখায়েল, মশুল্লম, শেবা, যোরায়, যাকন, সীয় ও এবর—মোট সাতজন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)13 এই গোষ্ঠীর অন্যান্য লোকেরা ছিল নিম্নলিখিত সাতটি গোত্রের মানুষ: মিখায়েল, মসুল্লম, শেবা, যোরাই, যাকন, সিয় এবং এবর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 আর তাহাদের পিতৃকুলজাত জ্ঞাতি মীখায়েল, মশুল্লম, শেবা, যোরায়, যাকন, সীয় ও এবর, সাত জন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল13 মীখায়েল, মশুল্লম, শেবা, যোরায়, যাকন, সীয় আর এবর হলেন এই পরিবারের সাত ভাই। অধ্যায় দেখুন |