১ বংশাবলি 4:27 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী27 শিময়ির ষোলজন ছেলে ও ছয়জন মেয়ে ছিল, কিন্তু তার ভাইদের বেশি ছেলেমেয়ে ছিল না। সেইজন্য তাদের সমস্ত গোষ্ঠীর মধ্যে যিহূদা গোষ্ঠীর মত এত লোক বৃদ্ধি পায়নি। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস27 শিময়ির ষোলটি পুত্র ও ছয়টি কন্যা ছিল, কিন্তু তার ভাইদের অনেক সন্তান ছিল না এবং তাদের সমস্ত গোষ্ঠী এহুদা-বংশের লোকদের মত বৃদ্ধি পেল না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ27 শিময়ির ষোল ছেলে ও ছয় মেয়ে ছিল, কিন্তু তাঁর ভাইদের খুব বেশি সন্তান ছিল না; তাই তাদের গোটা বংশ যিহূদা বংশের মতো বহুসংখ্যক হতে পারেনি। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)27 শিমোয়ির ষোলটি পুত্র এবং ছয়টি কন্যা। কিন্তু তার ভাইদের বেশি পুত্র-কন্যা ছিল না এবং যিহুদা গোষ্ঠীর মত তাদের বংশবৃদ্ধি হয় নি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)27 শিময়ির ষোল পুত্র ও ছয় কন্যা ছিল, কিন্তু তাহার ভ্রাতাদের অনেক সন্তান ছিল না, এবং তাহাদের সমস্ত গোষ্ঠী যিহূদা-সন্তানদের ন্যায় বৃদ্ধি পাইল না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল27 শিময়ির ষোল জন পুত্র আর ছয় কন্যা ছিল। কিন্তু শিময়ির ভাইদের খুব বেশি পুত্রকন্যা ছিল না। যিহূদার অন্যদের তুলনায় তাদের পরিবারগোষ্ঠী যথেষ্ট ছোট ছিল। অধ্যায় দেখুন |