Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ বংশাবলি 3:21 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

21 হনানিয়ের বংশের লোকেরা হল পলটিয় ও যিশায়াহ; এবং রফায়ের, অর্ণনের, ওবদিয়ের ও শখনিয়ের ছেলেরা।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

21 আর হনানিয়ের সন্তানেরা হল: পলটিয় ও যিশায়াহ; রফায়ের পুত্ররা অর্ণনের পুত্ররা, ওবদিয়ের পুত্ররা, শখনিয়ের পুত্ররা।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

21 হনানিয়ের বংশধরেরা: পলটিয় ও যিশায়াহ, এবং রফায়ের, অর্ণনের, ওবদিয়ের ও শখনিয়ের ছেলেরা।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

21 হনানিয়-এর দুই পুত্র: পলটিয়া ও যিশাইয়াহ্। যিশাইয়াহ্-এর পুত্র রফায়, তাঁর পুত্র অর্ণন। তাঁর পুত্র ওবদিয়াহ্, তাঁর পুত্র শখনিয়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

21 আর হনানিয়ের সন্তান—পলটিয় ও যিশায়াহ; রফায়ের পুত্রগণ, অর্ণনের পুত্রগণ, ওবদিয়ের পুত্রগণ, শখনিয়ের পুত্রগণ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

21 হনানিয়র পুত্রের নাম পলটিয়। পলটিয়র পুত্রের নাম যিশায়াহ। যিশায়াহর পুত্রের নাম রফায়, রফায়ের পুত্রের নাম অর্ণন, অর্ণনের পুত্রের নাম ওবদিয় আর ওবদিয়র পুত্রের নাম শখনিয়।

অধ্যায় দেখুন কপি




১ বংশাবলি 3:21
5 ক্রস রেফারেন্স  

সাদোক, যদ্দুয়, পলটিয়, হানন, অনায়,


আর হশুবা, ওহেল, বেরিখিয়, হসদিয় ও যুশবহেষদ, এই পাঁচ জন।


শখনিয়ের বংশের লোকেরা হল শময়িয় ও তার ছেলেরা; হটুশ, যিগাল, বারীহ, নিয়রিয় ও শাফট। মোট ছয়জন।


যাজকদের শহর গুলোতে তাঁদের বিভিন্ন দল অনুসারে বয়সে ছোট বা বড় ভাই, দরকারী ও অদরকারী উভয়ই তাঁদের সংগী যাজকদের ঠিকভাবে ভাগ করে দেবার জন্য কোরির অধীনে এদন, বিন্যামীন, যেশূয়, শময়িয়, অমরিয় ও শখনিয় বিশ্বস্তভাবে কাজ করতেন।


শখনিয়ের সন্তানদের মধ্যে, পরোশের সন্তানদের মধ্যে সখরিয় এবং বংশাবলিতে নির্দিষ্ট তার সঙ্গী একশো পঞ্চাশ জন পুরুষ৷


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন