১ বংশাবলি 3:17 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী17 বন্দী যিকনিয়ের ছেলেরা হল শল্টীয়েল, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস17 বন্দী যিকোনিয়ের সন্তানেরা হল: তাঁর পুত্র শল্টীয়েল, অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ17 বন্দি যিহোয়াখীনের বংশধরেরা: তাঁর ছেলে শল্টীয়েল, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)17 রাজা যিহোয়াখিন বন্দী হয়ে ব্যাবিলনে নির্বাসিত হয়েছিলেন। তাঁর সাতটি পুত্র ছিল: শল্টিয়েল, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)17 বন্দি যিকনিয়ের সন্তান—তাঁহার পুত্র শল্টীয়েল, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল17 যিকনিয় বাবিলে বন্দী হবার পর তাঁর পুত্রদের তালিকা নিম্নরূপ: শল্টীয়েল, অধ্যায় দেখুন |
আর যিরূশালেমে ঈশ্বরের বাড়ির জায়গায় আসার পর দ্বিতীয় বছরের দ্বিতীয় মাসে শল্টীয়েলের ছেলে সরুব্বাবিল ও যোষাদকের ছেলে যেশূয় এবং তাঁদের অবশিষ্ট ভাইয়েরা, অর্থাৎ যাজকেরা ও লেবীয়েরা এবং বন্দীদশা থেকে যিরূশালেমে আসা সমস্ত লোক কাজ শুরু করলেন এবং সদাপ্রভুর বাড়ির কাজের দেখাশোনা করার জন্য কুড়ি বছর ও তার থেকে বেশি বয়সের লেবীয়দেরকে নিযুক্ত করলেন৷