১ বংশাবলি 29:8 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী8 যাঁদের কাছে দামী পাথর ছিল তাঁরা সেগুলো সদাপ্রভুর ঘরের ভান্ডারে রাখবার জন্য গের্শোনীয় যিহীয়েলের হাতে দিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস8 আর যাদের কাছে মণি পাওয়া গেল, তারা গের্শোনীয় যিহীয়েলের হাতে মাবুদের গৃহের ভাণ্ডারের জন্য তা দিল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ8 যার যার কাছে দামি মণিমুক্তো ছিল, তারা সেগুলি সদাপ্রভুর মন্দিরের কোষাগারে নিয়ে গিয়ে গের্শোনীয় যিহীয়েলের হাতে তুলে দিয়েছিল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)8 যাদের বহুমূল্য রত্ন ছিল, তারা সেগুলি মন্দিরের কোষাগারে দান করল। এই কোষাগারের ভার ছিল গের্শোনের লেবীয় গোষ্ঠীর যিহিয়েলের হাতে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)8 আর যাহাদের নিকটে মণি পাওয়া গেল, তাহারা গের্শোনীয় যিহীয়েলের হস্তে সদাপ্রভুর গৃহের ভাণ্ডারের জন্য তাহা দিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল8 উপরন্তু যাদের কাছে দামী ও দুর্মূল্য পাথর ছিল তাঁরা সেগুলিও দান করলেন। গের্শোন পরিবারের যিহীয়েল এই সমস্ত দামী পাথরের দায়িত্ব নিলেন। অধ্যায় দেখুন |