১ বংশাবলি 28:16 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী16 দর্শন রুটি রাখবার সোনার টেবিলের জন্য কতটা সোনা এবং রূপার টেবিলগুলোর জন্য কতটা রূপা লাগবে তার নির্দেশ দিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস16 এবং দর্শন-রুটির টেবিলগুলোর মধ্যে প্রত্যেক টেবিলের জন্য পরিমিত সোনা এবং রূপার টেবিলগুলোর জন্য রূপা; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ16 উৎসর্গীকৃত দর্শন-রুটির প্রত্যেকটি টেবিলের জন্য নিরূপিত সোনার ওজন; রুপোর টেবিলগুলির জন্য নিরূপিত রুপোর ওজন; অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)16 রূপো ও সোনার টেবিল—যার উপরে ঈশ্বরের উপস্থিতির প্রতীক রুটি নিবেদন করা হবে তার নির্দেশ দিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)16 এবং দর্শন-রুটীর মেজ সকলের মধ্যে প্রত্যেক মেজের জন্য পরিমিত স্বর্ণ, এবং রৌপ্যময় মেজ সকলের জন্য রৌপ্য; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল16 দায়ূদ বললেন, পবিত্র রুটি রাখার জন্য কত সোনার প্রয়োজন হবে এবং রূপোর টেবিলের জন্য কতটা রূপো লাগবে। অধ্যায় দেখুন |