১ বংশাবলি 27:29 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী29 শারোণে যে সব গরুর পাল চরত তাদের ভার ছিল শারোণীয় সিট্রয়ের উপর। উপত্যকার গরুর পালের ভার ছিল অদ্লয়ের ছেলে শাফটের উপর। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস29 শারোণে যেসব গরুর পাল চরত, তার নেতা ছিলেন শারোণীয় সিট্রয়। নানা উপত্যকায় গরুর পালের নেতা ছিলেন অদ্লয়ের পুত্র শাফট। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ29 শারোণে চরে বেড়ানো গরু-ছাগলের পালগুলি দেখাশোনা করার দায়িত্ব দেওয়া হল শারোণীয় সিট্রয়কে। উপত্যকাগুলিতে গরু-ছাগলের যেসব পাল ছিল, সেগুলি দেখাশোনা করার দায়িত্ব দেওয়া হল অদলয়ের ছেলে শাফটকে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)29 শারোণে যে সকল গোরুর পাল চরিত, তাহার অধ্যক্ষ শারোণীয় সিট্রয়। নানা তলভূমিস্থিত গোরুর পালের অধ্যক্ষ অদ্লয়ের পুত্র শাফট। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল29 শারোণের আশেপাশের গবাদি পশুর দায়িত্ব ছিল সিট্রয়ের ওপর। অদ্লয়ের পুত্র শাফট ছিলেন সমভূমিতে যে সমস্ত গবাদি পশু চরে বেড়ায় তার দায়িত্বে। অধ্যায় দেখুন |